ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অ্যান্ড্রয়েডে ম্যালওয়্যার আতংক, ১০ লাখ অ্যাকাউন্টের তথ্য চুরি!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
অ্যান্ড্রয়েডে ম্যালওয়্যার আতংক, ১০ লাখ অ্যাকাউন্টের তথ্য চুরি!

গুগলের মত প্রতিষ্ঠানের নিরাপত্তার বেড়াজাল পেরিয়ে অ্যান্ড্রয়েডে শুরু হয়েছে ম্যালওয়্যার আতংক। ইতিমধ্যে ১০ লাখ গুগল অ্যাকাউন্টধারীর তথ্য চুরি হয়েছে বলে জানিয়েছে আন্তুর্জাতিক গণমাধ্যমগুলো।
 

গুগলের মত প্রতিষ্ঠানের নিরাপত্তার বেড়াজাল পেরিয়ে অ্যান্ড্রয়েডে শুরু হয়েছে ম্যালওয়্যার আতংক। ইতিমধ্যে ১০ লাখ গুগল অ্যাকাউন্টধারীর তথ্য চুরি হয়েছে বলে জানিয়েছে আন্তুর্জাতিক গণমাধ্যমগুলো।

তার থেকেও ভয়ংকর খবর হচ্ছে প্রতিদিন ১৩ হাজার নতুন নতুন অ্যান্ড্রয়েড ডিভাইস আক্রান্ত হচ্ছে এই ম্যালওয়্যারে।
ভয়ংকর এই ম্যালওয়্যারটির নাম দেয়া হয়েছে গুগলিয়ান।

প্রযুক্তি বিষয়ক নিরাপত্তা প্রতিষ্ঠান চেকপয়েন্ট জানাচ্ছে, অত্যন্ত চতুরতার সাথে গুগলিয়ান অ্যান্ডয়েড ডিভাইসে ঢুকে ব্যবহারকারীর ইমেইল অ্যাড্রেস সহ আরও অনেক গুরুত্বপুর্ণ তথ্য চুরি করে ফেলছে।

এই ম্যালওয়্যার ব্যবহার করে হ্যাকাররা সহজেই হাতিয়ে নিচ্ছে গ্রাহকের জিমেইল, গুগল ফটো, গুগল ডক, গুগল প্লে এবং গুগল অ্যাপসের অন্যান্য তথ্য।

গুগলিয়ানকে ব্যবহার করে হ্যাকার অর্থও কামিয়ে নিতে শুরু করেছে। এর সাহায্য তারা জালিয়াতির মাধ্যমে আক্রান্ত অ্যান্ডয়েড ডিভাইসে অপরিচিত অ্যাপ ইনস্টল করে দিচ্ছে এবং তার রেটিও বাড়িয়ে দিচ্ছে ব্যবহারকারীর অগোচরেই।

জালিয়াতির মাধ্যমে ইনস্টল করা এই অ্যাপের সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়, প্রতিদিন প্রায় ৩০ হাজার।

এর আগে গত বছর চেক পয়েন্টের মোবাইল গবেষক দল প্রথম এই ম্যালওয়্যারের অস্তিত্ব শনাক্ত করে। তারপর চলতি বছরের আগষ্ট থেকে এটি আবার ব্যাপক হারে ছড়িয়ে পড়তে শুরু করে।

চেক পয়েন্ট জানিয়েছে আক্রান্ত ডিভাইসের মধ্যে ১২ শতাংশের অবস্থান ইউরোপে আর ৪০ শতাংশের অবস্থান এশিয়াতে।
গুগল অ্যান্ড্রয়েডের জেলিবিন, কিটক্যাট এবং ললিপপ ভার্সনে হানা দিচ্ছে এই ম্যালওয়্যার।

গুগলের তথ্য মতে, বর্তমানে বিশ্বে প্রায় ৭৪ শতাংশ অ্যান্ড্রয়েড ফোনে এসব ভার্সনের অপারেটিং সিস্টেম ব্যবহৃত হচ্ছে।
তাই খবরটি পড়ে যারা ভয় পাচ্ছেন নিজের অ্যাকাউন্টটিও হ্যাক হলো না তো?

তাদের জন্য চেক পয়েন্ট একটি লিংকও দিয়েছে https://gooligan.checkpoint.com/। এখান থেকে আপনি জেনে নিতে পারেন আপনার অ্যাকাউন্টের অবস্থা।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।