কুড়িগ্রাম: সাধারণ মানুষকে জমি সংক্রান্ত হয়রানি থেকে বাঁচাতে কুড়িগ্রামে ‘ভূমি ও রেজিস্ট্রি সেবা’ নামে মোবাইল অ্যাপসের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম কালেক্টরেট ভবনের হল রুমে মোবাইল অ্যাপসটি উদ্বোধন করেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন।
এসময় কুড়িগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
নিজ উদ্যোগে এ অ্যাপসটি তৈরি করেন ভুরুঙ্গামারী উপজেলা সাব-রেজিস্ট্রার মো. শাহজাহান আলী। অ্যানড্রোয়েড মোবাইলের প্লে স্টোরে বাংলায় ভূমি ও রেজিস্ট্রি সেবা লিখে সার্চ দিলে অ্যাপসটি বিনামূল্যে পাওয়া যাবে।
অ্যাপসটির উদ্ভাবক মো. শাহজাহান আলী বাংলানিউজকে জানান, ভূমি ও রেজিস্ট্রি সেবা নামে এ অ্যাপস মোবাইলে ব্যবহার করে দলিলের ফরমেট, দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি, দলিল রেজিস্ট্রি খরচ, দলিলের নকল বা সার্টিফাইট কপি প্রাপ্তিসহ ভূমি সংক্রান্ত রেজিস্ট্রি অফিসের সব তথ্য পাওয়া যাবে। এতে তথ্য পেতে ভূমি মালিকদের সময় ও খরচ কমে যাবে।
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
আরবি/আরএ