প্রযুক্তি যখন হাতের মুঠোয় তখন এর সুফলের পাশাপাশি অন্ধকারের হাতছানিও চিন্তায় ফেলছে অভিভাবকদের।
কেননা নতুন গেজেট হাতে পেলে বিপদগামী হতে পারে বাচ্চারা।
তবে অ্যান্ড্রয়েড ফোনে থাকছে না সুবিধাটি।
নতুন ফিচারের মাধ্যমে ট্যাবটিতে একজন মুল ইউজার নির্বাচন করা যাবে। তিনি আবার অন্যদের ব্যবহারের জন্য নতুন ইউজার তৈরি করতে পারবেন। আর নতুন তৈরি ওইসব ইউজারের জন্য আরোপ করা যাবে প্রয়োজন মত বিধিনিষেধ।
এছাড়া অভিবাবকগণ তাদের সন্তানের ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েড ট্যাবলেটিতে শুধু প্রয়োজনীয় অ্যাপ ও তথ্য দেখার বিষয়টি নির্দিষ্ট করে দিতে পারবেন।
ফলে গেজেটটি হাতে পেলেও প্রযুক্তিগত দিক থেকে বাচ্চাদের বিপদগামী হওয়ার আশংকা অনেকটা কমবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের।
অবশ্য, বাচ্চাদের জন্য বিধিনিষেধ আরোপের এই ফিচারটি প্রযুক্তিতে একদম নতুন নয়। বিভিন্ন প্রকার অ্যান্টিভাইরাস ও ফায়ারওয়াল সেবাদানকারী প্রতিষ্ঠান অনেক আগে থেকেই তাদের সেবাতে এই ফিচারের সুবিধা দিয়ে আসছেন।
তবে কোনো অ্যান্ড্রয়েড পণ্যে এই সুবিধা প্রথমবারের মত সংযুক্ত করা হল।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
এমএডি/এসজেডএম