ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফ্লোরিডার বন্দুক যুদ্ধে জীবন বাঁচিয়ে আলোচনায় ম্যাকবুক প্রো!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
ফ্লোরিডার বন্দুক যুদ্ধে জীবন বাঁচিয়ে আলোচনায় ম্যাকবুক প্রো! অ্যাপলের ম্যাকবুক প্রো

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ফোর্ট লডারডেল বিমানবন্দরে হামলার ঘটনাটি অনেকেই অবহিত। দুর্ধর্ষ ওই হামলায় পাঁচজন নিহত এবং আট জন আহত হন।

নিরীহ মানুষের ওপর গুলি চালানো সন্দেহভাজন বন্দুকধারী ইস্তেবান সান্তিয়াগোকে ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে।

কিন্তু এসব কিছু ছাপিয়ে এই ঘটনায় এখন হিরো হিসেবে আবির্ভূত হয়েছে অ্যাপলের তৈরি একটি ম্যাকবুক প্রো।

কারণ অ্যাপলের সেই ম্যাকবুক বাঁচিয়ে দিয়েছে এক ব্যক্তির প্রাণ।

বেঁচে যাওয়া ঐ ব্যক্তির নাম স্টিভ ফ্রেপিয়া। ৬ জানুয়ারি অফিসের কাজে একটি শিক্ষা বিষয়ক সম্মেলনে যোগ দিতে আটলান্টা যাওয়ার উদ্দেশ্যে লডারডেল বিমানবন্দরে হাজির হয়েছিলেন ৩৭ বছর বয়সী স্টিভ।

সেখানে বন্দুকধারী লোকটি গুলি শুরু করলে উপস্থিত অন্য লোকদের মধ্যে তিনিও ছিলেন।

কি হয়েছিল লডারডেল বিমানবন্দরে, সেই ঘটনার বর্ননা দিতে গিয়ে স্টিভ সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, যখন গুলি শুরু হয় তখন কিছু একটা আমার ঘাড়ের কাছ দিয়ে চলে যায়, আর কিছু একটা আমার পিঠে সজোরে আঘাত করে।

এ সময় ফ্লোরে শুয়ে পড়ি। পরিস্থিতি শান্ত হলে পিঠে ঝুলানো ল্যাপটপ বহনের ব্যাকপ্যাকটি খুলে দেখি সেখানে একটি ৯এমএম তাজা বুলেট।
ঘটনা হল ঘাতকের বুলেট স্টিভের পিঠে থাকা ম্যাকবুক প্রো’র কারণে বাঁধাপ্রাপ্ত হয়ে ব্যাগের মধ্যেই আটকে যায়।

যার ফলশ্রুতিতে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যান স্টিভ।

এ ঘটনার পর তদন্তের জন্য তার ম্যাকবুকটি নিয়ে নিয়েছে এফবিআই।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।