রোববার (১৫ জানুয়ারি) রাজধানীর গুলশানে একটি হোটেলে ক্যাটালিস্ট প্রকল্পের কৃষি তথ্যভিত্তিক কর্মকাণ্ড নিয়ে ‘ইমপ্রুভিং দ্য লাইভস অব ফারমার্স থ্রু আইসিটি অ্যান্ড মিডিয়া’ শীর্ষক কর্মশালায় এ তথ্য জানানো হয়।
কর্মশালায় জানানো হয়, ২০১৩ সাল থেকে কৃষি উন্নয়ন প্রকল্প ক্যাটালিস্ট’র তৃতীয় পর্যায় শুরু হয়।
কর্মশালায় দরিদ্র ও প্রান্তিক কৃষকদের তথ্য চাহিদা পূরণ করে কৃষির উৎপাদনশীলতা বাড়ানোর জন্য গৃহীত কার্যক্রমের সাফল্য তুলে ধরা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন প্রধান তথ্য কমিশনার ড. গোলাম রহমান।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এসটি/আরআর/জেডএস