তবে এবার বুঝি অপেক্ষার অবসান হতে চলেছে। কারণ আসছে ফেব্রুয়ারিতে অ্যান্ড্রয়েড ওয়্যারের নতুন এই ভার্সনটি প্রকাশের দিন চুড়ান্ত করেছে সার্চ জায়ান্ট।
সেই মেইলে গুগলের সর্বাধুনিক এই ওএস’র উপযোগী অ্যাপস নিয়ে প্রস্ত্তত থাকতে বলা হয়েছে। বিশেষকরে স্মার্টওয়াচ ভক্তদের জন্য আনন্দের খবর নিয়ে আসছে ওয়্যার ২.০।
কেননা গুগলের পাঠানো মেইলটির মাধ্যমে অনুমান করা হচ্ছে পরিধেয় এ পণ্যটি সঙ্গে আনছে ‘অন ওয়াচ প্লে স্টোর’। এর ফলে ব্যবহারকারীরা তাদের স্মার্টওয়াচটি ফোনের সাথে সংযোগ না দিয়েই আলাদা যে কোনো অ্যাপ চালাতে পারবে।
গুগল এছাড়াও মেইলে উল্লেখ করেছে, ডেভলপাররা যে সমস্ত অ্যাপ হালনাগাদ করেনি সেগুলো সার্চ দিলে অ্যান্ড্রয়েড ওয়্যার প্লে স্টোরে দেখা যাবে না।
বিষয়টি নিয়ে গুগল প্লে‘র মার্কেটিং প্রোগ্রাম ম্যানেজার সম্প্রতি অ্যান্ড্রয়েড ডেভলপার ব্লগে লিখেছেন, ব্যবহারকারীদের কাছে তাদের ফোনটি না থাকলেও সার্চ, ইন্সটল এবং অ্যাপস ব্যবহার করতে পারবে। এছাড়া ঐ ব্লগ পোষ্টে কতিপেয় অ্যাপের তালিকা প্রকাশ করা হয়। যেগুলো গুগলের ওন ওয়াচ প্লে স্টোরে পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
ওয়্যার ২.০ নিয়ে অনেক তথ্যই প্রকাশ হলেও সার্চ জায়ান্ট এখন পর্যন্ত এর আনুষ্ঠানিক প্রকাশের দিন ঠিক করেছে কবে সে বিষয়ে মুখ খোলিনি।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এমএডি/এসজেডএম