ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাণিজ্যমেলার টিকেট সহজ ডটকমে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
বাণিজ্যমেলার টিকেট সহজ ডটকমে ছবি: সংগৃহীত

প্রথমবারের মত সহজ ডটকম থেকে অনলাইনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার টিকেট কেনার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা।

 

পাশাপাশি প্রতিদিন টিকেট কিনে একটি স্মার্টফোন এবং মেলা শেষে এলইডি টিভি জিতে নেয়ারও সুযোগ থাকছে।

উদ্যোগটি সম্পর্কে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই মানুষের জীবনকে আরো সহজ করতে বাস, লঞ্চ, মুভি, ক্রিকেট খেলা ও ইভেন্ট টিকেটের সেবা দিয়ে আসছে সহজ ডটকম।

তাই বাণিজ্যমেলায় আগত দর্শনার্থীরা যেন পরিবারের সদস্য ও বাচ্চাদের নিয়ে লাইনে না দাঁড়াতে হয়, সেই লক্ষ্যেই আমরা ই-টিকেটিংয়ের কাজ করছি।

আশা করছি, ঘরে বসে টিকেট কেনার এই সুবিধা গ্রহণ করে মেলায় আগের চেয়েও বেশি মানুষের সমাগম হবে।

সহজ ডটকমের ইভেন্ট পেজ (www.shohoz.com/events) থেকে খুব সহজেই ভিজিটররা এই টিকেট কিনতে পারবেন। বিকাশ, ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড এর মাধ্যমে পেমেন্ট করলেই মেলার ই-টিকেট গ্রাহকের ই-মেইলে চলে যাবে।

এই ই-টিকেটের প্রিন্টেড কপি বা পিডিএফ মোবাইল ফোনে দেখিয়ে বিশেষ গেট দিয়ে প্রবেশ করতে পারবেন ক্রেতারা।

মেলায় প্রবেশের নির্ধারিত ফি প্রাপ্তবয়স্কদের জন্য ৩০ টাকা এবং বাচ্চাদের (৯ বছরের নিচে) জন্য ২০ টাকা। এর সাথে প্রসেসিং ফি বাবদ টিকেট প্রতি মাত্র ২ টাকা করে প্রদান করতে হবে।

বাণিজ্যমেলার টিকেটিং পার্টনার মীর ব্রাদার্সের সাথে এ বিষয়ে সহজ ডটকমের চুক্তি হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।