ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ময়মনসিংহে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
ময়মনসিংহে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু বৃহস্পতিবার ময়মনসিংহে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন/ছবি: অনিক খান

ময়মনসিংহ: ময়মনসিংহে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি)।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ-টু আই প্রোগ্রামের সহায়তায় জেলা প্রশাসনের আয়োজনে নগরীর সার্কিট হাউজ জিমনেশিয়াম প্রাঙ্গনে এ মেলা চলবে শনিবার (২৮ জানুয়ারি) পর্যন্ত।

সকালে মেলার উদ্বোধন করবেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান।

পরে টাউন হল থেকে বর্ণাঢ্য ৠালি বের হবে। দ্বিতীয় দিন শুক্রবার (২৭ জানুয়ারি) সেমিনার, উপস্থিত বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাপনী দিনে শনিবার বির্তক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত কর্মসূচি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল আলম রিপন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ আব্দুল লতিফ প্রমুখ।

ডিসি জানান, এ মেলায় চারটি বিষয়ভিত্তিক প্যাভিলিয়নের মাধ্যমে নাগরিক সেবা প্রদানের কার্যক্রমগুলো উপস্থাপন করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এমএএএম/ওএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।