ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নীলফামারীতে ২ দিনব্যাপী তথ্য মেলা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
নীলফামারীতে ২ দিনব্যাপী তথ্য মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নীলফামারীতে দুই দিনব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে শহরের উন্মুক্ত মঞ্চ চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা শহরের উন্মুক্ত মঞ্চ চত্বরে আয়োজিত মেলায় ২২টি সরকারি ও ১৫টি বেসরকারি সংস্থার স্টল স্থান পেয়েছে। মেলার সার্বিক সহযোগিতা করেছে জেলা প্রশাসন।

মেলা পরিচালনা কমিটির আহ্বায়ক তাহমিন হক ববী বাংলানিউজকে জানান, তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রচারণা ও অবাধ তথ্য প্রবাহের জন্য এ মেলার আয়োজন করা হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক) নীলফামারী জেলা শাখা এ মেলার আয়োজন করেছে।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।