এবার আইবিএম ছাড়িয়ে গেল মাইক্রোসফটকে। এ হিসাবে প্রযুক্তি বিশ্বের র্যাংকিংয়ে এখন দ্বিতীয় অবস্থানে আইবিএম।
গত সপ্তাহে শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠানের তালিকায় এ নাটকীয় পরিবর্তন এসেছে। ১৯৯৬ সালের পর সুদীর্ঘ সময় মাইক্রোসফটের পেছনেই ছিল আইবিএম।
এ মুহূতে আন্তর্জাতিক শেয়ারমূল্যের হিসাবে ২১ হাজার ৪০০ কোটি ডলারের সম্পদমূল্য নিয়ে আইবিএম পৌঁছে গেছে প্রযুক্তি বিশ্বের দ্বিতীয় শীর্ষ অবস্থানে।
আর ২১ হাজার ৩২০ কোটি ডলারের সম্পদমূল্যের হিসাবে মাইক্রোসফট দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে নেমে গেছে।
আন্তর্জাতিক অঙ্গনের বিশ্বপ্রযুক্তিতে এ নাটকীয় অবস্থার বদল প্রযুক্তিগুরুদের দারুণ ভাবিয়ে তুলেছে। আগের তুলনায় বিশ্বপ্রযুক্তি অঙ্গন এখন অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ বলে বিশেষজ্ঞেরা অভিমত দিয়েছেন।
তবে অ্যাপল নিজেকে বহুদিন ধরে শীর্ষ অবস্থানে ধরে রেখেছে। এ মুহূর্তে ৩৬ হাজার ২০০ কোটি ডলারের (২৩ হাজার ২০০ কোটি ইউরো) সম্পদমূল্য নিয়ে একেবারেই শীর্ষেই আছে অ্যাপল।
সুদীর্ঘ ১৫ বছর পর আইবিএম এখন প্রযুক্তির মহাকাশে মাইক্রোসফটের ওপরে অবস্থান করছে। এ বৈপ্লবিক পরিবর্তনের নানমুখী দিক নিয়ে এরই মধ্যে বিশ্লেষকেরা হিসাব কষতে শুরু করেছে। এ নিয়ে বিশ্বপ্রযুক্তি অঙ্গর খানিকটা অস্থিরই হয়ে উঠেছে।
বাংলাদেশ সময় ১৬৩৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০১১