ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইপ্যাডে ফেসবুক অ্যাপ

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১১
আইপ্যাডে ফেসবুক অ্যাপ

দীর্ঘ প্রতীক্ষার পর ফেসবুক ব্যবহারযোগ্য অ্যাপ অবমুক্ত করল অ্যাপল। এরই মধ্যে অ্যাপল স্টোরে এ অ্যাপলিকেশন বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

অ্যাপল সূত্র এ তথ্য জানিয়েছে।

অ্যাপল মানেই চমক আর ভোক্তাবান্ধব সব অ্যাপলিকেশনের ছড়াছড়ি। তবে আইপ্যাডবান্ধব ফেসবুক অ্যাপলিকেশন নিয়ে ভোক্তাদের দীর্ঘ অপেক্ষায় রেখেছিল অ্যাপল।

এর ফলে ফেসবুক এবং অ্যাপল এ দুই শীর্ষ প্রযুক্তি উদ্ভাবক একে অন্যের পণ্য ও সেব‍া বিনিময়ের মাধ্যমে নিজেদের জনপ্রিয়তাকে আরও সুদৃঢ় করার পরিকল্পনা বাস্তবায়ন করল।

বাংলাদেশ সময় ২১৫৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।