ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে চালু হলো গ্রুপ ভিডিও কল

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
হোয়াটসঅ্যাপে চালু হলো গ্রুপ ভিডিও কল হোয়াটসঅ্যাপের গ্রুপ ভিডিও কল

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ অবশেষে চালু করেছে গ্রুপ ভিডিও ও ভয়েজ কলের সুবিধা। এখন থেকে আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন ইউজাররা এ ফিচারটি ব্যবহার করতে পারবেন।

২০১৬ সালে হোয়াটসঅ্যাপে ভিডিও কলিং যুক্ত করা হয়। কিন্তু এখনপর্যন্ত ইউজাররা কেবল দুইজন মানুষের মধ্যে ভিডিও চ্যাট করতে পারতেন।

এবার এ ফিচারটি একইসময়ে সর্বোচ্চ চারজনকে যুক্ত করতে পারবে।

হোয়াটঅ্যাপের পক্ষ থেকে বলা হয়, নতুন এ ফিচারটি ধীরগতির ইন্টারনেটেও ভালো কাজ করবে।  

যেভাবে গ্রুপ কল করবেন:
১. হোয়াটসঅ্যাপ ওপেন করুন।
২. যাদের কল করবেন তাদের একজনের কন্টাক্টটি খুলুন।
৩. একটি সাধারণ ভিডিও কল করুন।
৪. কলটি সংযোগ স্থাপনের পর স্ক্রিনের ওপরের দিকে ডানে ‘আরেকজনকে যুক্ত করার’ অপশন দেখা যাবে।
৫. এই অপশনটি ব্যবহার করে তৃতীয় ব্যক্তিকে যুক্ত করুন।
৬. তৃতীয় ব্যক্তি কল ধরলে তার নামটিও স্ক্রিনে দ্বিতীয় ব্যক্তির নামের পাশে দেখাবে।

এ ফিচারটি পেতে হলে আপনাকে অবশ্যই গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সন ইনস্টাল করে নিতে হবে।

ভিডিও কল চালু করলেও প্রতিযোগীদের থেকে বেশ পিছিয়েই আছে হোয়াটসঅ্যাপ। কারণ ফেসবুকের গ্রুপ ভিডিও কলে ৫০ জন পর্যন্ত যুক্ত হতে পারেন এবং স্কাইপিতে ২৫ জন। এদিকে অ্যাপলের পরবর্তী ভার্সনের অপারেটিং সিস্টেমের ফেসটাইমে ৩২ জন ভিডিও কলে যুক্ত হতে পারবেন।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।