ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

উস্কানিমূলক পোস্ট, ২৯ ইউজারের বিরুদ্ধে  মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৮
উস্কানিমূলক পোস্ট, ২৯ ইউজারের বিরুদ্ধে  মামলা ফেসবুক, টুইটার, ইউটিউব

ঢাকা: চলমান ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইউটিউব, অনলাইন নিউজ পোর্টাল ও ব্লগে বিভিন্ন উস্কানিমূলক লেখা, পোস্ট, ভিডিও’র মাধ্যমে আইন শৃংখলা পরিস্থিতির অবনতির অপচেষ্টাকারী ২৯ ইউজারের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা করেছে পুলিশ।

শনিবার (০৪ আগস্ট) রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়েরকৃত মামলার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ডিএমপি'র অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান।

তিনি জানান, আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উস্কানিমূলক লেখা, পোস্ট, ভিডিও আপলোড করার দায়ে রমনা মডেল থানায় ডিএমপি’র  সাইবার ক্রাইম ইউনিটের সোস্যাল মিডিয়া মনিটরিং টিমের এএসআই মো. ইয়াছিন মিয়া বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

রায়হান, আরিফুল ইসলাম জাহিদ, আমরা নবিন, হাবিবুর রহমান, সাবিন রহমান নোমুন, সাইদুল অপু, ফাকিবাজ লিংক, আন্দোলন নিউজ, গ্রুপ: বিএনপি সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় সংসদ (BSGKS) groups, সাইদুল ইসলাম তহিদ, ফেসবুক পেইজ: বাঁশের কেল্লা ও অনলাইন নিউজ পোর্টাল banglamail71 সহ মামলায় ২৯ টি ইউজার, পেজ ও গ্রুপের আইডি রয়েছে।  

বাংলাদেশ সময়: ০০৩৬ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৮
পিএম/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।