আবারও ঝড় তুলল ব্ল্যাকবেরি। বিশেষ মূল্যছাড়ে ব্ল্যাকবেরির বোল্ড৯৭৯০ মডেল কিনতে এসে ইন্দোনেশিয়ার জাকার্তা শহরে আহত হয়েছেন অর্ধশতাধিক ব্ল্যাকেবেরি ভক্ত।
জাকার্তা শহরের কেন্দ্রে অবস্থিত প্যাসেফিক প্লেসের বিপণন কেন্দ্রে ২৫ নভেম্বর জড়ো হয়েছিল প্রায় ৫ হাজারেরও বেশি ব্ল্যাকবেরি ভক্ত। প্রায় অর্ধেক বাজার দামে প্রথম ১ হাজার ভক্ত ব্ল্যাকবেরির ৯৭৯০ মডেলটি কিনতে পারবেন এমন ঘোষণাতেই এ হট্টগোল।
এতেই ঘটে বিপত্তি। ১ হাজার জনের অফারের বিপরীতে জাকার্তা ব্ল্যাকবেরির বিপণন কেন্দ্রে হাজির হয় ৫ হাজারেরও বেশি ভক্ত।
উত্তর আমেরিকার পর ইন্দোনেশিয়া ব্ল্যাকবেরির অন্যতম বড় বাজার হিসেবে সুপরিচিত। ব্ল্যাকবেরি নির্মাতা রিসার্চ ইন মোশন (রিম) নতুনভাবে বাজার চাঙ্গা করতে এ ধরনের প্রণোদনা অফার ঘোষণা করেছে।
জাকার্তার পুলিশ মুখপাত্র বাহাদুরুদ্দিন জানান, ব্ল্যাকবেরির ১ হাজার ভক্তের অফারে ৫ গুণের বেশি লোক উপস্থিত হওয়ায় একটি বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়। পরে পুলিশ প্রশাসন ব্ল্যাকবেরিকে এ বিশেষ বিক্রি কার্যক্রম বন্ধ করতে অনুরোধ জানায়।
বাংলাদেশ সময় ১৪০৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১১