এ মুহূর্তে ভারত সরকার দেশটির আভ্যন্তরীণ নিরাপত্তায় টেলিশিল্পের ওপর নজরদারি বাড়িয়ে দিয়েছে। ভারতের টেলিকম প্রতিষ্ঠানগুলোর তথ্য বিনিময়ের সার্বিক কার্যক্রমে সরাসরি প্রবেশাধিকারের বিষয়টি সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, টেলিকম শিল্প সংশ্লিষ্ট যে কোনো প্রতিষ্ঠানের নেটওয়ার্কে অবশ্যই সরকারের নৈতিক হস্তক্ষেপের অধিকার থাকা উচিত। আর এ নজরদারি খতিয়ানে বাদ পড়ছে না গুগল এবং স্কাইপিও। ভারতে টেলিশিল্প সেবাযুক্ত প্রতিটি প্রতিষ্ঠানের তথ্য বিনিময় তালিকায় সরকারের প্রবেশাধিকার থাকতে হবে।
উল্লেখ্য, ভারত ও ব্ল্যাকবেরি নির্মাতা রিমের সঙ্গে বৈঠকের মাধ্যমে ভারতের নিরাপত্তা বিভাগকে ব্ল্যাকবেরির তথ্য নজরদারির অধিকার দেওয়া হয়। এ মুহূর্তে ভারত সরকার তাদের আভ্যন্তরীণ ভার্চুয়াল প্রাইভেট নেটওর্য়াকগুলোর উপরও নজরদারি বাড়ানোর কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
বাংলাদেশ স্থানীয় সময় ১৪১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১০