এবার সঙ্গীত বিপণন করার পরিকল্পনা নিয়েছে গুগল। এরই মধ্যে তারা ভার্চুয়াল সঙ্গীত বিপণন কেন্দ্র এবং ডিজিটাল সং লকার গঠনে মিউজিক লেভেলের সঙ্গে কথা বলেছে।
গুগল সূত্র জানিয়েছে, তারা খ্রীষ্টানদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে এ সেবা চালু করবে। এছাড়া এ সঙ্গীত বিপণন সেবা অ্যাপলের সঙ্গেও প্রতিদ্বন্দ্বীতা করবে। এরই মধ্যে অ্যাপল নিজেদের আইটিউনস মিউজিক স্টোরের মাধ্যমে সঙ্গীত বিপণন করে বিশ্বে উল্লেখযোগ্য অবস্থানে আছে।
কারণ যুক্তরাষ্ট্রে এ মুহূর্তে অনলাইনে বিক্রি হওয়া সঙ্গীতের শতকরা ৭০ ভাগই আইটিউনসের মিউজিক স্টোরের মাধ্যমে হচ্ছে। অন্যদিকে অ্যাপলের ডিজিটাল মিউজিক বিপণনের হার আগের তুলনায় শতকরা ১.৫ ভাগ বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময় ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১০