এবার টুইটার পেল ৩০ কোটি (১৯ কোটি ৪০ লাখ ইউরো) মার্কিন ডলার। বিনিয়োগকারীও কোনো সাধারণ ব্যবসায়ী নন।
সৌদী প্রিন্স আলওয়ালেদ বিন তালালের ব্যবসায়ী প্রতিষ্ঠান কিংডম হোল্ডিং কোম্পানি (কেএইচসি) সূত্র জানিয়েছে, এ বিনিয়োগের জন্য কয়েক মাস ধরেই আলোচনা চলছিল। অবশেষে টুইটার সৌদি বিশ্বের এ বিনিয়োগ নিতে সম্মত হয়।
এ মুহূর্তে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের মধ্যে সৌদি প্রিন্স আলওয়ালেদ বিন তালাল অন্যতম। মিডিয়া এবং প্রযুক্তি ব্যবসায় এ আলোচিত ব্যক্তির বিনিয়োগ আগ্রহ বরাবরই একটু বেশি। মধ্যপ্রাচ্য এ প্রিন্সকে মিডিয়া এবং প্রযুক্তিবান্ধব বিনিয়োগকারী হিসেবেই বেশি চেনেন।
এ ছাড়াও আরব বিশ্বের সবচেয়ে বেশি মিডিয়ায় বিনিয়োগ করেছেন এ সৌদি প্রিন্স। এর মধ্যে নিউজ করপোরেশন অন্যতম। এ মুহূর্তে আলওয়ালেদ বিন তালাল বিশ্বের শীর্ষ ১৯তম ধনী ব্যক্তির তালিকাভুক্ত।
এ বিনিয়োগ প্রসঙ্গে সৌদি প্রিন্স আলওয়ালেদ বিন তালাল জানান, সম্ভাবনাময় সামাজিক মিডিয়া খাতে কেএইচসি সব সময়ই আগ্রহ প্রকাশ করে আসছে। নতুন এ বিনিয়োগ আবারও সে কথাই প্রমাণ করে। আগামীর বিশ্ব হবে সামাজিক মিডিয়াবান্ধব। আর এ খাতে বিনিয়োগ তাই পুরো অর্থেই ঝুঁকিমুক্ত।
বাংলাদেশ সময় ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১১