নতুন ঋতুকে স্বাগত জানাতে সার্চ গুরু এবারে তার সার্চ পেজে এনেছে ভার্চুয়াল সত্যপ্রবাহের স্পর্শতা। যার ফলে ব্যবহারকারীরা ভার্চুয়াল জগত থেকেই বাস্তব প্রকৃতির স্পর্শতা অনেকটাই উপেভাগ করতে পারবে।
সার্চগুরু কিন্তু জন্মলগ্ন থেকেই তার ভক্তদের চমক দিতে এ ধরনের অতুলনীয় উদ্যোগ নিতে প্রস্তত। কোনো সময়েই সাদামাটা সার্চের মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে রাখেনি। তাইতো বিশেষ বিশেষ দিনগুলোতে পাল্টে যাচ্ছে তার লগো। ফলে তথ্য খোজায় এসেছে বৈচিত্রতা। আর এ জন্যই বুঝি ইন্টারনেট প্রেমীদের সবচেয়ে পছন্দের মাধ্যম গুগল। সার্চ ইঞ্জিনের পাতায় ঋতু বৈচিত্রের কনকনে শীতকে সামনে রেখেই সার্চগুরুর এমন উদ্যোগ।
www.google.com সাইটে `let it snow` লিখে এন্টার চাপলে, দেখবেন মুহূর্তেই পাল্টে যাচ্ছে সার্চ পেজটি। তুষার পড়তে শুরু করবে পুরো পেজ জুড়ে। লেখাজোকা আর ছবি সবকিছু ঢাকা পড়তে শুরু করবে তুষার ঝড়ে।
তবে জানালার কাচে তুষার পড়লে যেমন আমরা ভিতরের দিকে ঘষে কিছুটা পরিস্কার করে নিতে পারি তেমনি সার্চ পেজটিতেও আমরা মাউস কার্সর চেপে তুষার পরিস্কার করে যে কোন লেখা পুনরুদ্ধার করতে পারব। আর পুরো পেজটিকে পরিস্কার করতে চাইলে ‘Defrost’ বাটনটি চাপলেই হবে।
এর আগে গুগলের ঠিক এমনই আরেকটি চমৎকার ইফেক্ট ছিল ভিডিও গেম ভিন্টেজ এর আদলে। তার জন্য লিখতে হত ‘do a barrel roll’। তাই বর্তমানে নতুন এই কমান্ডটি লিখলে কি দেখায় আপনি নিজেই দেখুন না।