ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এ সেপ্টেম্বরেই দক্ষিণ কোরিয়ায় পৌঁছবে আইফোন ফোর

মনোয়রুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১০
এ সেপ্টেম্বরেই দক্ষিণ কোরিয়ায় পৌঁছবে আইফোন ফোর

চলতি সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই দক্ষিণ কোরিয়ায় অ্যাপলের আইফোন ফোর এর বিপণনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। দেশটির মোবাইল সেবাদাতা কেটি করপোরেশন এ সপ্তাহের মধ্যেই আইফোন ফোর বিক্রি করার পরিকল্পনা হাতে নিয়েছে।

কেটি করপোরেশন সূত্রে জানিয়েছে, এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার যে ভোক্তারা আইফোন ফোর ক্রয়ে অগ্রিম অর্ডার দিয়েছে তাদের আগে পণ্যটি বুঝিয়ে দেওয়া হবে। সে কারণেই ১০ সেপ্টেম্বরের মধ্যে অগ্রিম আবেদন করা দুই লাখ ৭০ হাজার ভোক্তাকে আইফোন ফোর দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার এ মোবাইল অপারেটর আইফোনের আগের সংস্করণগুলো সেদেশে বিপণন করেছিল। এবারও আইফোনের নতুন সংস্করণ বিপণনে প্রতিষ্ঠানটি সফল হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

উল্লেখ্য, মোবাইল বাজার হিসেবে দক্ষিণ কোরিয়া বিশ্বের অন্যতম শক্তিশালী বাজার। দক্ষিণ কোরিয়ার মোট জনসংখ্যা ৪ কোটি ৯০ লাখ। এর মধ্যে মোবাইল ফোন ব্যবহার করেন ৪ কোটি ৫০ লাখ মানুষ।

বাংলাদেশ স্থানীয় সময় ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।