গত মাসে ফেসবুকে প্লেস নামে নতুন সেবা যুক্ত হয়। তখন শুধু যুক্তরাষ্ট্রের ফেসবুক ব্যবহারকারীদের জন্যই এ সেবা সীমাবদ্ধ ছিল।
উল্লেখ্য, ফেসবুক প্লেস সেবার মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা তাদের ফেসবুক বন্ধুদের স্থানগত তথ্য জানানোর সুযোগ পাচ্ছেন। তাছাড়া ট্যাগের মাধ্যমে তাদের সঙ্গে অন্য কোনো ফেসবুক বন্ধু অবস্থান করলে, তাও জানা সম্ভব হচ্ছে।
এ মুহূর্তে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের আইফোন ছাড়াও বিভিন্ন স্মার্টফোনের ফেসবুক ব্যবহারকারীরাও এ সেবা উপভোগ করতে পারছেন। ফেসবুক প্লেস এর প্রোডক্ট ম্যানেজার মিখায়েল শ্যারন জানান, তারা ব্ল্যাকবেরির ব্যবহারকারীদের জন্যও এমন সেবা উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছেন। এরই মধ্যে কাজও শুরু হয়ে গেছে।
মিখায়েল শ্যারন আরও জানান, ইতিমধ্যে অ্যাপল ‘প্লেসস এপিআই’ নামে সফটওয়্যার উন্মোচন করেছে। যার মাধ্যমে প্রচলিত অন্য সব প্রতিষ্ঠানের স্থানভিত্তিক সেবার সঙ্গে ফেসবুক প্লেস সেবার যোগাযোগ স্থাপন করা সহজ হবে।
বাংলাদেশ স্থানীয় সময় ০৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০