চলতি মাসের মধ্যে বিশ্বের তারহীন সেবার গ্রাহক সংখ্যা ৫০০ কোটি ছাড়িয়ে যাবে। অর্থাৎ অচিরেই বিশ্বের মোট জনসংখ্যার শতকরা ৭৩.৪ ভাগ তারহীন সেবার আওতায় চলে আসছে।
এ বছরের মধ্যে বিশ্বের তারহীন সেবার গ্রাহক সংখ্যা আরও ১০ কোটি বাড়বে বলে প্রতিষ্ঠানটি ধারণা করছে। অর্থাৎ এ বছরের শেষভাগে বিশ্বের তারহীন সেবার গ্রাহক সংখ্যা ৫১০ কোটিতে দাঁড়াবে। প্রাতিষ্ঠানিক সূত্র জানিয়েছে, এ পরিসংখ্যানে বিশ্বের স্বল্পমূল্যের মোবাইল ফোন থেকে উচ্চমূল্যের মোবাইল ফোনের গ্রাহকও আছে।
আইসাপ্লির প্রধান গবেষক জাগদিশ রিবেলো মন্তব্য করেন, এ মুহূর্তে বিশ্বব্যাপী তারহীন সেবা নিয়মিত ছড়িয়ে পড়ছে। কারণ বিশ্বের সব বয়স এবং সব আয়ের মানুষের কাছে তারহীন সেবা অনেকটা খাদ্য, বস্ত্র বা বাসস্থানের মত মৌলিক চাহিদায় হয়ে উঠেছে।
বাংলাদেশ স্থানীয় সময় ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০