ডিজিটাল গেম-শিল্পে হ্যালো রিচ এর নতুন সংস্করণ আবারও চমক সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের বাজারে হ্যালো রিচ গেম প্রথমদিনেই ২০ কোটি ডলার ঘরে তুলতে সামর্থ্য হয়েছে।
প্রথমদিন হ্যালো রিচ ভিডিও গেমটি ইউরোপের বাজারে অবমুক্ত করা হয়। এ মুহূর্তে মাইক্রোসফটের গেম উন্নয়নের ইতিহাসে সবচেয়ে সেরা গেম হ্যালো রিচ। মাইক্রোসফটের গেম স্টুডিওর সহসভাপতি ফিল স্প্যান্সার জানান, এ বছর মাইক্রোসফটের উন্মুক্ত যে কোনো উদ্ভাবনার চেয়ে এগিয়ে আছে গেম হ্যালো রিচ।
মাইক্রোসফট সূত্র জানিয়েছে, গত ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বিপণিকেন্দ্রগুলোতে গেমপ্রেমীদের অপ্রত্যাশিত ভিড় সবার নজর কেড়েছে। হ্যালো রিচ উন্মোচনের মাত্র তিনদিনের মাথায় হলিউডের ব্লকবাস্টার মুভি আইরন ম্যানটু এবং টয় স্টোরিথ্রি’র আধিপত্যকেও ছাড়িয়ে গেছে।
বাংলাদেশ স্থানীয় সময় ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১০