ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চীনে উন্মুক্ত হচ্ছে আইফোন ফোর

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০
চীনে উন্মুক্ত হচ্ছে আইফোন ফোর

চীনে আগামী ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হচ্ছে আইফোন ফোর। চীনের মোবাইল সেবাদাতা চীন ইউনিকমের মাধ্যমে আইফোন ফোরের নেটওয়ার্ক সেবা উপভোগ করা যাবে।

আর চীনে অবস্থিত অ্যাপল স্টোর থেকে নতুন উন্মোচিত আইফোন ফোর বিক্রি করা হবে।

এ মুহূর্তে দেশটিতে চীন ইউনিকমের সংযোগ সেবাসহ আইফোন ফোর ক্রয় করতে হবে। আইফোন ফোরের ১৬ গিগাবাইট সংস্করণের মূল্য ধরা হয়েছে চার হাজার ৯৯৯ ইয়েন। আর ৩২ গিগাবাইট সংস্করণের মূল্য ধরা হয়েছে পাঁচ হাজার ৯৯৯ ইয়েন।

অচিরেই হংকং শহরে আইফোন ফোর উন্মুক্ত হচ্ছে বলে নির্মাতা সূত্র জানিয়েছে। কিন্তু চীনে আরও কম খরচেই আইফোন ফোর ক্রয় করা যাবে। হংকং শহরে প্রায় ১০০ ডলার কমে আইফোন ফোরের ১৬ গিগাবাইট সংস্করণ বিক্রি হবে।

তবে বিশেষজ্ঞরা ধারনা করছেন, চীনে আইফোন ফোরের একমাত্র সেবাদাতা চীন ইউনিকম হওয়ায় মূল্যের এ তারতম্য। এ মুহূর্তে চীনা ইউনিকমের মোট গ্রাহকের সংখ্যা ৭৯ কোটি ছাড়িয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।