আগামী ৩০ সেপ্টেম্বর আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে। হাতে আর মাত্র ক’দিন।
আগ্রহীরা www.nbrtaxcalculatorbd.org নামের ওয়েবসাইট থেকে নিজের আয়করের হিসাব প্রস্তুত করতে পারবেন। ওয়েবসাইটে প্রবেশ করে নির্দিষ্ট ফরমে প্রয়োজনীয় তথ্য প্রদান করলেই বেড়িয়ে আসবে প্রদেয় আয়করের হিসাব। এখনও আয়করের হিসাব না করে থাকলে চটজলদি অনলাইনে করে ফেলতে পারেন আপনার আয়করের হিসাব।
অনলাইন ট্যাক্স ক্যালকুলেটরে আয়করের হিসাব করায় এখন আর কাউকে কোনো আয়কর কর্মকর্তার কাছে ছোটাছুটি করতে হবে না। আগ্রহীরা অনলাইনে বসেই খুব সহজে নিজের আয়করের হিসাবটি করে নিতে পারবেন। যারা নিজের আয়কর বিবরণী প্রস্তুত করতে দক্ষ নয় তারাও খুব সহজেই নিজের আয়কর বিবরণী প্রস্তুত করতে পারবেন।
বাংলাদেশ স্থানীয় সময় ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১০