আবারও উন্মাদনা জাগিয়েছে অ্যাপলের নতুন আইপ্যাড। তবে নির্ধারিত দিনক্ষণে নয়।
এরই মধ্যে নির্ধারিত দিনে চাহিদার তুলনায় অনেক কম পণ্য প্রস্তুত হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। অনলাইনে প্রিঅর্ডার এবং রিটেইল স্টোরে আগাম বুকিংয়ের চাপে থেকেই এ সরবরাহ অভারসাম্য তৈরি হয়েছে।
নতুন হিসেবে আগামী ১৯ মার্চ থেকে নতুন আইপ্যাড সরবরাহ শুরু হবে। প্রাতিষ্ঠানিক সূত্রেই এ সব তথ্য জানানো হয়েছে। যদিও ১৬ মার্চ শুক্রবারেই এ পণ্যের আনুষ্ঠানিক বিপণন শুরু হওয়ার কথা ছিল।
অ্যাপল মুখপাত্র ট্রুডি মিলার জানান, ভক্তদের চাহিদায় সুষ্ঠুভাবে পণ্য বিপণন করতেই তিন দিন পিছিয়ে শুরু হচ্ছে আইপ্যাডের নতুন সংস্করণের সরবরাহ। অ্যাপল পণ্যের বিপণনের দিনক্ষণ ঠিক হওয়া মানেই এটি বিশ্ব ক্যালেন্ডারে বিশেষ দিন হয়ে উঠে।
এ নিয়ে মিডিয়া, বিশ্বপ্রযুক্তি অঙ্গন, বিনিয়োগকারী এবং ভক্তদের উৎকণ্ঠা হয়ে উঠে অন্তহীন। তবে ১৯ মার্চে আইপ্যাডের বিপণনের প্রস্তুতিটা বেশ গোছানো বলেই মন্তব্য করেছেন অ্যাপল মুখপাত্ররা। অ্যাপল ভক্তদের দৃষ্টি এখন তাই ১৯ মার্চকে ঘিরেই।
বাংলাদেশ সময় : ১৭২৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১২