ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে অস্কারজয়ী অভিনেত্রী আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
ইরানে অস্কারজয়ী অভিনেত্রী আটক

ইরানে হিজাব ইস্যুতে সরকারবিরোধী বিক্ষোভের জেরে এবার অস্কারজয়ী অভিনেত্রী তারানেহ আলিদুস্তিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  

শনিবার (১৭ ডিসেম্বর) ৩৮ বছর বয়সী এই অভিনেত্রীকে আটকের বিষয়টি নিশ্চিত করে ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।

ভুয়া তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আলিদুস্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরানের কর্তৃপক্ষ।

গত ৮ ডিসেম্বর মোহসেন শেকারি নামে ২৩ বছর বয়সী এক যুবককে মৃত্যুদণ্ড দেয় ইরানের আদালত। ওই যুবকের অপরাধ, গত সেপ্টেম্বরে তিনি তেহরানের একটি প্রধান সড়ক অবরোধ করেন এবং আধাসামরিক বাহিনীর একজন সদস্যকে আহত করেন।

একই দিনে (৮ ডিসেম্বর) ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন অভিনেত্রী আলিদুস্তি।  

একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘প্রতিটি আন্তর্জাতিক সংস্থা যারা এই রক্তপাত দেখছে এবং সঠিক পদক্ষেপ নিচ্ছে না, তারা মানবতার জন্য কলঙ্ক। ’

সেই পোস্টের জেরেই আটক হয়েছেন আলিদুস্তি।

ইরানের অস্কারজয়ী এই অভিনেত্রী ‘দ্যা সেলসম্যান’ চলচ্চিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। ইনস্টাগ্রামে তার ৮০ লাখের বেশি অনুসারী রয়েছে ।

প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর পর্দা পালনের নিয়ম ভাঙার অভিযোগে ২২ বছর বয়সী মাহসা আমিনিকে তেহরান থেকে আটক করে ইরানের  ‘নৈতিকতাবিষয়ক’ পুলিশ। আটকের পর মাহসা থানায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৬ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এ তরুণীর।  

এ ঘটনার প্রতিবাদে ব্যাপক আন্দোলন শুরু হয় দেশজুড়ে। দেশটিতে এ পর্যন্ত সহিংসতায় প্রাণ গেছে কয়েকশ জনের। বিক্ষোভে অংশ নেন দেশটির তরুণ-তরুণীরা।  

তথ্যসূত্র: নিউ ইয়র্ক পোস্ট

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।