ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দ্য ভিঞ্চির নকশা দেখে উড়োযান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১০
দ্য ভিঞ্চির নকশা দেখে উড়োযান

ওটাওয়া: লিওনার্দো দ্য ভিঞ্চির শতবর্ষ পুরানো ওর্নিথপ্টার নামের বিমানের নকশা দেখে উদ্বুদ্ধ হয়েছেন কানাডার এক শিক্ষার্থী। নকশা থেকে তিনিই প্রথম এধরনের একটি উড়োযান তৈরি করতে যাচ্ছেন বলে প্রকৌশল বিদ্যার শিক্ষার্থী টড রেইচার্ট শুক্রবার জানিয়েছেন।



স্নোবার্ড নামের এ উড়োযানটি ১৯ দশমিক ৩ সেকেন্ডে ঘণ্টায় ২৫ দশমিক ৬ কিলোমিটার বেগে ১৪৫ মিটার পর্যন্ত
ভ্রমণ করতে সক্ষম।

টরেন্টো বিশ্ববিদ্যালয় থেকে রেইচার্ট বলেন, ‘স্নোবার্ড বহু বছর আগের বিমনাচালনা বিদ্যার একটি পরিপূর্ণ রূপকেই তুলে ধরে। ’

তিনি আরও বলেন, ‘বহু নর-নারী একসময় নিজ ক্ষমতাবলে পাখির মত উড়ার স্বপ্ন দেখতো এবং এদের মধ্যে অনেকেই তা অর্জনের চেষ্টা করেন। এ নকশা বিমানচালনার প্রথম দিকের বিভিন্ন পরিকল্পনার শেষটিকে উপস্থাপন করে। ’

ওন্টারিও’র টটেনহামের গ্রেট লেকস গ্লাইডিং কাবে ২ আগস্ট কৃতিত্বপূর্ণ এ কাজটি সম্পন্ন হয়।

ইটালির চিত্রশিল্পী ও প্রতিভাবান লিওনার্দ দ্য ভিঞ্চি সেসময় এমন অনেক যন্ত্রাদির নকশা করেন, যা তার সময় থেকে অনেক এগিয়ে। এবং ১৪৮৫ সালে তিনি বিখ্যাত এই ওর্নিথপ্টারের নকশা করেন বলে ধারণা করা হয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮০৬ ঘণ্টা, ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।