ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে ৩ নারী সাংবাদিক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
ইরানে ৩ নারী সাংবাদিক গ্রেফতার

ইরানে চলমান বিক্ষোভ মধ্যে গত দুই দিনে তিন নারী সাংবাদিক গ্রেফতার হয়েছেন। সোমবার (২৩ জানুয়ারি) স্থানীয় গণমাধ্যমের বরাতে এই খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল।

 

নীতি পুলিশের হেফাজতে মাহসা আমিনি নামক ২২ বছর বয়সী এক তরুণীর মৃত্যু ঘিরে গেল সেপ্টেম্বর থেকে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। পোশাকবিধি না মানায় তিনি নীতি পুলিশের হাতে আটক হন।  

তেহরান জার্নালিস্ট ইউনিয়ন সংস্কারবাদী গণমাধ্যম ইতেমাদকে জানায়, গত ৪৮ ঘণ্টায় মেলিকা হাশেমি, সাইদেহ শাফেই ও মেহরনৌশ জারেই নামে তিন সাংবাদিক তেহরানে গ্রেফতার হয়েছেন।  

গণমাধ্যমটি বলছে, গ্রেফতার তিন নারী সাংবাদিককে এভিন জেলখানায় পাঠানো হয়েছে। বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট গ্রেফতার অনেকেই এই জেলখানায় বন্দি রয়েছেন।  

গত চার মাস আগে অস্থির পরিস্থিতিতে পড়া ইরানে প্রায় ৮০ জন সাংবাদিক গ্রেফতার হয়েছেন বলে অনুমান করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।