ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

অলিম্পিকে রাশিয়াকে অনুমতি দেওয়া যাবে না: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
অলিম্পিকে রাশিয়াকে অনুমতি দেওয়া যাবে না: জেলেনস্কি

২০২৪ সালের অলিম্পিকে রাশিয়ান খেলোয়াড়দের যোগ দিতে দেওয়া হবে কি না, তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, প্যারিস ২০২৪ অলিম্পিকে রাশিয়াকে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়া ‘সন্ত্রাসী কার্যক্রমকে একরকম গ্রহণযোগ্যতা’ দেখানোর সমান।

জেলেনস্কি বলেন, তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছে বিষয়টি উত্থাপন করেছেন।

যদিও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) বলেছে, রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়রা অলিম্পিকে নিরপেক্ষ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তবে রাশিয়ান ও বেলারুশিয়ান খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি পেলে ইউক্রেন প্যারিস ২০২৪ অলিম্পিক বয়কট করার হুমকি দিয়েছে।

রাশিয়াকে অবশ্যই গেমস বা অন্য কোনো ক্রীড়া ইভেন্টকে তার আগ্রাসন বা রাষ্ট্রীয় উচ্ছৃঙ্খলতার জন্য প্রচারণা হিসেবে ব্যবহার করার অনুমতি দেওয়া উচিত নয়- ইউক্রেন প্রেসিডেন্ট যোগ করেছেন।

অলিম্পিকের একটি বড় ভুল উল্লেখ করে তিনি বলেন, ‘অলিম্পিকের সন্ত্রাসী রাষ্ট্রগুলোর পথ অতিক্রম করা উচিত নয়। ’

যখন রাশিয়ান বাহিনী ইউক্রেনের খেরসন অঞ্চলে রাত পর্যন্ত বোমাবর্ষণ অব্যাহত রেখেছে, একদিনের আক্রমণে অন্তত তিনজন নিহত হয়েছে- তখনই জেলেনস্কি এসব মন্তব্য করেন।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।