ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে ভূমিকম্প: এখন পর্যন্ত উদ্ধার ৬৪৪৫ জন

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
তুরস্কে ভূমিকম্প: এখন পর্যন্ত উদ্ধার ৬৪৪৫ জন

তুরস্কে ভূমিকম্পে ধসে পড়া ভবন থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৪৪৫ জনকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) প্রধানের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

এএফএডি প্রধান ওরহান তাতার বলেছেন, তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পে অন্তত ৫ হাজার ৬০৬টি ভবন ধ্বংস হয়ে গেছে।

৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প তুরস্ক ও সিরিয়ায় আঘাত হেনেছে। এটি দেশটিতে গত ৮৪ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এ ভূমিকম্পে দুই দেশের বেশ কয়েকটি শহরের হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। আহত হয়েছেন কয়েক হাজার। এদিকে দফায় দফায় বাড়ছে মৃতের সংখ্যা।

এই ভূমিকম্পে দুই দেশে এখন পর্যন্ত মোট ২ হাজার ৬১৯ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা অনেক।

অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সদস্যরা ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত ও নিহত‌দের উদ্ধার করছেন।

সপ্তাহব্যাপী শোক ঘোষণা
এদিকে ভূমিকম্পে নিহতদের জন্য সপ্তাহব্যাপী শোক ঘোষণা তুরস্ক সরকার। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, সোমবারের ভূমিকম্পে নিহতদের জন্য তুরস্ক সাত দিনের জাতীয় শোক পালন করবে।

এক টুইট বার্তায় তিনি বলেন, ‘সাত দিনের জন্য জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। সব জাতীয় ও বিদেশি প্রতিনিধি কার্যালয়ে আগামী ১২ ফেব্রুয়ারি সূর্যাস্ত পর্যন্ত আমাদের পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হবে। ’

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।