ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলের হামলার জবাবে ফিলিস্তিনের পাল্টা হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, মে ১০, ২০২৩
ইসরায়েলের হামলার জবাবে ফিলিস্তিনের পাল্টা হামলা

ইসরায়েলি বাহিনীর রকেট হামলার বিপরীতে ফিলিস্তিনের গাজা থেকে ইসরায়েলের দিকে অন্তত ৬০টি রকেট ছোড়া হয়েছে।

বুধবারের হামলা পাল্টা হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ইসরায়েলে কারও গুরুতর আহত হওয়ার খবর জানা যায়নি। অধিকাংশ রকেটই আটকে দিয়েছে ইসরায়েল।

আগের দিন গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ইসলামিক জিহাদের তিন নেতাসহ ১৫ জন নিহত হন।

ইসলামিক জিহাদ এই হামলার প্রতিশোধের শপথ নিয়েছিল। তবে রাতে তারা কোনো রকেট হামলা করেনি। এর বিপরীতে তারা ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেছিল যে কোনো স্থানে, যে কোনো সময় জবাব দেওয়া হবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র গোষ্ঠীগুলোর দিক থেকে কোনো উত্তেজনা সৃষ্টি হলে কড়া জবাব দেওয়া হবে।

বুধবার ফিলিস্তিন বলছে, এই পাল্টা হামলা শুরু হয় গাজার দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি বিস্ফোরণের পর থেকে।
 
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, হামলায় একজন নিহত হয়েছেন। আরেকজন গুরুতর আহত হয়েছেন। তাদের পরিচয় এখনও স্পষ্ট নয়।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) খান ইউনিসে তারা এক ইসলামিক জিহাদের একটি গাড়িতে হামলা চালানোর বিষয়টি স্বীকার করার ঘণ্টাখানেক পর থেকে তারা ভূগর্ভস্থ রকেট লঞ্চার হামলা শুরু করে।

ফিলিস্তিনি গণমাধ্যম বলছে, গাজা শহর ও বাইত লাহিয়া শহরে হামলা হয়েছে।

পরে সশস্ত্র গোষ্ঠী গাজা থেকে রকেট হামলা চালায়। এতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট সাইরেন বাজতে থাকে। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, গাজা সীমান্ত থেকে এক কিলোমিটার দূরে একটি ফাঁকা বাড়িতে একটি রকেট আঘাত করেছে।

পরে গাজা থেকে ইসরায়েলের কেন্দ্রের দিকে রকেট ছোড়া হয়। তেল আবিবজুড়ে বাজতে থাকে সাইরেন।

এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল রাতভর অভিযান চালায়। অভিযানে ইসরায়েলি বাহিনীর হামলায় দুই ফিলিস্তিনি নিহত হন।  

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, মে ১০, ২০২৩
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।