ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইমরানের দলের দুই নারী নেত্রী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, মে ১২, ২০২৩
ইমরানের দলের দুই নারী নেত্রী গ্রেপ্তার পিটিআই’র নারী নেত্রী ইয়াসমিন রশিদ

ইয়াসমিন রশিদকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তবে তাকে গ্রেপ্তারের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি দলটি।

পিটিআই-এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে হয়েছে, ‘পিটিআইয়ের আয়রন লেডি নামে পরিচিত ডক্টর ইয়াসমিন রশিদকে গ্রেপ্তার করা হয়েছে!’

এতে আরও বলা হয়েছে, ‘তারা মনে করছে এই গ্রেপ্তারের মাধ্যমে এই আন্দোলন থামাতে পারবে। কিন্তু তারা জানে না যে, পাকিস্তান চিরতরে বদলে গেছে। আমরা সবাই এখন ইমরান খান। ’

পৃথকভাবে পিটিআই নেতা হাম্মাদ আজহার একটি টুইটে অভিযোগ করেছেন, ‘ডক্টর ইয়াসমিন রশিদকে গ্রেপ্তার করার পর তার ফোন অবৈধভাবে ব্যবহার করা হয়েছিল। ইসলামাবাদে না যাওয়ার জন্য লোকজনকে বার্তা পাঠানো হয়েছিল। এই জিনিস থেকে সাবধান থাকুন। ’

এরপর তিনি দলীয় সমর্থকদের রাজধানীর দিকে যাওয়ার নির্দেশ দেন।

এদিকে পিটিআই জানিয়েছে, দলটির আরেক সিনিয়র নেতা শিরিন মাজারিকে শুক্রবার (১২ মে) ভোরে গ্রেপ্তার করেছে ইসলামাবাদ পুলিশ।

শিরিন মাজারির মেয়ে ইমান হাজির-মাজারি টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন। এতে দেখা গেছে, সাদা পোশাকের কয়েকজন সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তার করতে জোর করে তার বাড়িতে ঢুকছেন।

পরে, টুইটারে আরেকটি ভিডিও দেখা যায় যে, নারী কর্মকর্তারা শিরিন মাজারিকে তার বাসভবন থেকে নিয়ে যাচ্ছেন। যখন তাকে পুলিশের গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল, মাজারি হাত নাড়ছিলেন।

ভিডিওটি পোস্ট করার কিছুক্ষণ আগে, মাজারির মেয়ে টুইট করেছিলেন যে, অস্ত্রসহ ৫০ জন পুলিশ তার বাসভবনে প্রবেশ করেছে।

পিটিআই বলেছে, শিরীন মাজারিকে এই মুহূর্তে অপহরণ করা হচ্ছে। পুলিশ বন্দুক নিয়ে তার বাড়িতে ঢুকেছে। এটি চরম লজ্জাজনক।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, মে ১২, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।