ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আবারও পরমাণু চুল্লি তৈরি করছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১০
আবারও পরমাণু চুল্লি তৈরি করছে উত্তর কোরিয়া

সিউল: ইয়ংবিয়ন পরমাণু চুল্লিতে কার্যক্রম শুরু করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।



প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে মুখপাত্র কিম তায়ে-ইয়ং সোমবার সংসদে বলেন, ‘উত্তর কোরিয়া পরমাণু সুবিধা বাড়িয়ে চলেছে এবং অব্যাহতভাবে ইয়ংবিয়নের কার্যক্রম পরিচালনা করছে। ’

তিনি আরও বলেন, ‘তারা নতুন করে নির্মাণ এবং বড় আকারে খনন কাজ শুরু করেছে। ’

কুলিং টাওয়ারের পাশে ইয়ংবাইয়নে নতুন করে নির্মাণ বা খনন কাজ চলছে বলে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি গবেষণা সংস্থা জানায়।

স্যাটেলাইটে তোলা ছবিতে নির্মাণ বা খনন কাজের জন্য প্রয়োজনীয় ভারী যন্ত্রাদি দেখা গেছে বলে ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউশন ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি (আইএসআইএস) জানায়। এর উদ্দেশ্য সম্পর্কে এখনও স্পষ্ট করে কিছু জানা না গেলেও তারা এর দিকে সতর্ক দৃষ্টি রাখবে বলে সংস্থাটি জানিয়েছে।  

পরমাণু অস্ত্র কর্মসূচির জন্য ইয়ংবিয়নে প্লুটোনিয়ামের উৎস আছে।   ছয় থেকে আটটি বোমা তৈরির জন্য এ মজুদ যথেষ্ট।

ছয় জাতি পরমাণু নিরস্ত্রিকরণ কর্মসূচির চাপের মুখে ২০০৭ সালের জুলাই এ উত্তর কোরিয়া ইয়ংবিয়নের কার্যক্রম স্থগিত করে এবং এর কুলিং টাওয়ার ধ্বংস করে দেয়।

উত্তরের পরমাণু নিরস্ত্রিকরণের বিষয়টির সত্যতা যাচাইয়ে ২০০৮ সালে ছয় জাতি আলোচনা আবারও শুরু হলেও ২০০৯ সালে পিয়ংইয়ং এ আলোচনা বাতিল করে। এ বছরের মে মাসে দ্বিতীয়বারের মত দেশটি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায়।

সাম্প্রতিক সময়ে আবারও ছয় জাতি পরমাণু নিরস্ত্রিকরণ আলোচনায় ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে উত্তর কোরিয়া। তবে কোরীয় দ্বীপের স্থায়ী শান্তি চুক্তি বিষয়ে আলাদাভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করে দেশটি।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।