ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মঙ্গলবার আমাকে গ্রেপ্তারের আশঙ্কা ৮০ শতাংশ: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, মে ২২, ২০২৩
মঙ্গলবার আমাকে গ্রেপ্তারের আশঙ্কা ৮০ শতাংশ: ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান আবার গ্রেপ্তার হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।

রোববার (২১ মে) একটি আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনকে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি এই আশঙ্কা প্রকাশ করেন।

ইমরান খান বলেন, তিনি কাল মঙ্গলবার ইসলামাবাদের একটি আদালতে হাজির হবেন। এ সময় তাকে আবারও গ্রেপ্তার করা হতে পারে।

তিনি বলেন, বিভিন্ন মামলায় জামিনের জন্য আগামীকাল ইসলামাবাদের আদালতে হাজির হতে যাচ্ছি। সেখান থেকে আমাকে গ্রেপ্তারের ৮০ শতাংশ সম্ভাবনা রয়েছে।

পিটিআই চেয়ারম্যান দাবি করেন, পাকিস্তানের বর্তমান সরকার তাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে এসব করছে। কারণ আসন্ন নির্বাচনে তাদের হেরে যাওয়ার ভয় রয়েছে

পিটিআইয়ের নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, ১০ হাজারের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দলের সিনিয়র নেতারাও আছেন।

সূত্র- ডন

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, মে ২২, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।