ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ঋণসীমা বৃদ্ধি: সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি বাইডেন ও ম্যাকার্থি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, মে ২৩, ২০২৩
ঋণসীমা বৃদ্ধি: সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি বাইডেন ও ম্যাকার্থি

ঋণের সর্বোচ্চ সীমার বিষয়ে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও শীর্ষ রিপাবলিকান কেভিন ম্যাকার্থি। তারা তাদের সর্বশেষ আলোচনাকে ফলপ্রসূ বলে অভিহিত করেছেন।

তবে এ বিষয়ে এই দুই নেতা এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।

হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার কেভিন ম্যাকার্থি সাংবাদিকদের বলেছেন, আমি বিশ্বাস করি, আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারি।

তিনি বলেন, আমরা এখনও কোনো ঐক্যমতে পৌঁছাতে পারিনি। কিছু কিছু জায়গায় একমত না হওয়া গেলেও, আমি মনে করি আলোচনা ফলপ্রসূ হয়েছে।

তিনি আরও বলেন, তবে বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত আমি ও বাইডেন আলোচনা চালিয়ে যাবো।

ম্যাকার্থি বলেন, বরাবরের মতোই ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের অমিলের উৎসটি-ই হচ্ছে ‘ব্যয়’। তবে অন্য সময়ের চেয়েও এবারের আলোচনা ভালো হয়েছে।

উল্লেখ্য, মার্কিন কংগ্রেসকে যুক্তরাষ্ট্রের ঋণের সীমা বাড়াতে হবে। তা না করলে ১ জুন থেকে যুক্তরাষ্ট্রের ৩১ দশমিক চার ট্রিলিয়ন ডলারের ঋণখেলাপি হয়ে যাবে। মার্কিন সরকার যদি তাদের দায়বদ্ধতা পুরো না করতে পারে, তাহলে আন্তর্জাতিক আর্থিক ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেবে।

রিপাবলিকানরা দাবি করেছেন, ঋণের সীমা বাড়াতে গেলে বিভিন্ন ক্ষেত্রে বাজেট বরাদ্দ কমাতে হবে। আর সরকারি অর্থ যারা পাচ্ছে, তাদের কাজ করার বিষয়টি আরও কঠোর করতে হবে।

কিন্তু বাইডেন ঋণের সীমা বাড়ানো এবং বাজেট বরাদ্দের বিষয়টিকে এক করতে চাইছেন না।

সূত্র- বিবিসি

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, মে ২৩, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।