ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেন সংকট নিরসনে শিগগিরই আলোচনা হবে: ক্রেমলিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, মে ২৪, ২০২৩
ইউক্রেন সংকট নিরসনে শিগগিরই আলোচনা হবে: ক্রেমলিন

ইউক্রেন সংকট নিরসনে শিগগিরই আলোচনা হবে। এজন্য বর্তমানে কোনো পূর্ব শর্ত নেই বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

সংকট সমাধানে বিভিন্ন দেশ যে পরিকল্পনাগুলো দিয়েছিল, সেগুলোর মধ্যে কোনটি রাশিয়ার পছন্দনীয় হবে এবং মস্কোর নিজস্ব কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে পেসকভ বলেন, এ বিষয়ে শিগগিরই কথা বলা হবে। প্রকৃতপক্ষে শান্তি বাস্তবায়নে কোনো পূর্ব শর্ত নেই।

তিনি যোগ করেন, ‘তবে বিশেষ সামরিক অভিযান এখনও অব্যাহত রয়েছে। ’

কিয়েভ সরকারের কারও সঙ্গে আলোচনা করতে ক্রেমলিন প্রস্তুত কি না, এমন প্রশ্নের উত্তরে পেসকভ বলেন, এটি খুব কমই সম্ভব। কারণ রাশিয়ার সঙ্গে যেকোনো আলোচনা ইউক্রেনে নিষিদ্ধ।

গত অক্টোবরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোর সঙ্গে যেকোনো আলোচনা নিষিদ্ধ করে একটি ডিক্রি জারি করেন। কারণ তিনি রুশ প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করতে আগ্রহী নন।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, মে ২৪, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।