টোকিও: ইউকিও হাতোয়ামার পদত্যাগের পর জাপানের নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন অর্থমন্ত্রী নাওতো কান। ওকিনাওয়া দ্বীপে মার্কিন নৌঘাঁটি নিয়ে বিতর্কের জের ধরে বুধবার পদত্যাগ করেন হাতোয়ামা।
জাপানের অধিকাংশ সংবাদপত্রের প্রতিবেদনে অভিজ্ঞতাসম্পন্ন বর্ষীয়ান রাজনীতিবিদ নাওতো কানকে হাতোয়ামার উত্তরসূরী বলে ভাবা হচ্ছে। তবে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী কাতসুইয়া ওকাদা এবং পরিবহনমন্ত্রী সেইজি মায়েহারার নামও শোনা যাচ্ছে। শুক্রবার ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি অব জাপান (ডিপিজে) নতুন নেতা নির্বাচন করবে। এখন পর্যন্ত শুধু নাওতো কানই এই পদে লড়ার ঘোষণা দিয়েছেন।
তবে নতুন প্রধানমন্ত্রী হিসেবে যিনিই নির্বাচিত হবেন তাকেই ডিপিজে-এর হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। আর নতুন প্রধানমন্ত্রীকে কাজটা করতে হবে পার্লমেন্টের উচ্চকক্ষের নির্বাচনের আগেই। জুলাইতে উচ্চকক্ষের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
বিভিন্ন বিশ্লেষণে দেখা গেছে পূর্বসূরী হাতোয়ামা কিংবা অন্য প্রধানমন্ত্রীদের মতো রাজনৈতিক আভিজাত্য না থাকলেও নীতিবান রাজনীতিক হিসেবে ভোটারদের প্রথম পছন্দ হতে পারেন কান।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ৩ জুন২০১০.
আরজেড/এএইচএস/জেএম