ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে বাঁধ ধ্বংসে ৫ জনের প্রাণহানি: মেয়র 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জুন ৮, ২০২৩
ইউক্রেনে বাঁধ ধ্বংসে ৫ জনের প্রাণহানি: মেয়র  বাঁধ ধ্বংসের পর খেরসনে বাড়িঘর প্লাবিত

নোভা কাখোভকায় ক্রেমলিনের বসানো মেয়র ভ্লাদিমির লিওনতিয়েভ বলেছেন, বাঁধ ধ্বংস হয়ে পাঁচজনের প্রাণহানি ঘটেছে।  

রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে তিনি বলেন, সাতজন নিখোঁজ ছিলেন।

এর মধ্যে পাঁচজন মারা গেছেন। বাকি দুজনকে পাওয়া গেছে। লোকজনকে উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বাঁধ ধ্বংস হওয়ার পর দিনিপ্রোর রুশ ও ইউক্রেন নিয়ন্ত্রিত অঞ্চল থেকে এই পর্যন্ত চার হাজার লোককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

ধ্বংস হওয়া বাঁধের পরিবেশগত এবং মানবিক প্রভাবের পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি।

বাঁধ ধ্বংস হয়ে আশপাশের অঞ্চল প্লাবিত হয়েছে। লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার কর্মযজ্ঞ চলছে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, লোকালয়ে পানি প্রবেশ করেছে। ঘরবাড়িতে পানি উঠেছে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাঁধ ভেঙে প্লাবিত হওয়া খেরসনের দক্ষিণাঞ্চল সফর করেছেন। গেল মঙ্গলবার ধ্বংস হয়ে যাওয়া নোভা কাখোভকা বাঁধ ধ্বংসের পরের পরিস্থিতি নিয়ে তিনি আলোচনা করেছেন।  

জেলেনস্কি টেলিগ্রামে বলেন, অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দুর্যোগে এই অঞ্চলের অভিযান পরিস্থিতি, সম্ভাব্য বন্যা অঞ্চল থেকে জনসংখ্যাকে সরিয়ে নেওয়া, বাঁধ বিস্ফোরণের ফলে সৃষ্ট জরুরি অবস্থা দূর করা, বন্যাকবলিত এলাকার জন্য মানবিক সহায়তার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।  

নোভা কাখোভকা বাঁধ ধ্বংস নিয়ে রাশিয়া ও ইউক্রেন পরস্পরকে পাল্টাপাল্টি দোষারোপ করছে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জুন ৮, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।