ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার ৪ ক্ষেপণাস্ত্র-১০ ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জুন ৯, ২০২৩
রাশিয়ার ৪ ক্ষেপণাস্ত্র-১০ ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের

ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, তারা রাশিয়ার চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ১০টি ড্রোন ভূপাতিত করেছে।

শুক্রবার (৯ জুন) সকালে ইউক্রেনের বিমানবাহিনী এক বিবৃতিতে এই খবর জানিয়েছে।

বিবিসি।

বিবৃতিতে বলা হয়, রাশিয়ান বাহিনী হামলা চলাকালে ১৬টি ড্রোন ও ছয়টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ে।  

এতে আরও বলা হয়, অন্য দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র বৃহস্পতিবার সন্ধ্যায় আগের হামলার সময় মধ্য ইউক্রেনের একটি বেসামরিক বস্তুতে আঘাত করে।

এদিকে পশ্চিম দোনেৎস্ক অঞ্চলে তীব্র লড়াইয়ে সফলতা পাওয়ায় সেনাবাহিনীর প্রশংসা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।  

ভিডিওতে জেলেনস্কি বলেন, অনেক কঠিন লড়াই চলছে। যদিও তিনি কোনো যুদ্ধে সাফল্যের কোনো বিবরণ দেননি।

তিনি বলেন, একটি ফলাফল রয়েছে। আমি সবার কাছে কৃতজ্ঞ যারা এই ফল নিশ্চিত করেছে। বাখমুত- ভালো হয়েছে। ধাপে ধাপে। আমি আমাদের প্রত্যেক যোদ্ধাকে ধন্যবাদ জানাই।

ইউক্রেনের প্রেসিডেন্ট একটি ট্রেনের ভেতরে কথা বলছিলেন। এর আগে বন্যা কবলিত খেরসন সফরে গিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, জুন ৯, ২০২৩
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।