ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে রকেট কারখানায় বিস্ফোরণ, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, জুন ১১, ২০২৩
তুরস্কে রকেট কারখানায় বিস্ফোরণ, নিহত ৫

তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি রকেট এবং বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত পাঁচ শ্রমিক নিহত হয়েছেন।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আঙ্কারার এলমাদাগ এলাকায় অবস্থিত এমকেই রকেট ও বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ৫ শ্রমিক নিহত হয়েছেন।

বিস্ফোরণের পরপরই সেখানে ফায়ার ফাইটার এবং অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

এরইমধ্যে ঘটনাটির বিচার বিভাগীয় ও প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে। কারখানার মালিক তুরস্কের মেশিনারি অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বা এমকেই।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রকেট এবং বিস্ফোরক দ্রব্যের প্রয়োজন মেটায় এ কারখানা।

আঙ্কারার গভর্নর ভাসিফ শাহীন সাংবাদিকদের জানিয়েছেন, কোনো কর্মী ওই কারখানার মধ্যে আটকা পড়েনি।

তিনি জানান, রাসায়নিক বিক্রিয়ার ফলে বিস্ফোরণটি ঘটেছে।

তুর্কি গণমাধ্যম বলছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, জুন ১১, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।