ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ওডেসা ও দোনেৎস্কে রুশ হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
ওডেসা ও দোনেৎস্কে রুশ হামলায় নিহত ৬

ইউক্রেনের ওডেসা ও দোনেৎস্কে অঞ্চলে রাশিয়ার বিমান হামলায় ৬ জন নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এই হামলা চালানো হয়।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনের বলা হয়েছে, বন্দর নগরী ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ জন।

ক্ষেপণাস্ত্রগুলো গুদাম, ব্যবসা কেন্দ্র এবং দোকান লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল।

আশঙ্কা প্রকাশ করে ইউক্রেনের সাউদার্ন কমান্ড বলেছে, হামলার স্থানে এখনও ধ্বংসস্তূপের নিচে লোকজন আটকে থাকতে পারে।

শুধু ওডেসাই নয়, বুধবার সকালে আক্রমণের শিকার হয়েছে পূর্ব দোনেৎস্কে অঞ্চল। আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেঙ্কো একটি ফেসবুক পোস্টে লিখেছেন, হামলায় তিন বেসামরিক নিহত হয়েছেন।

তিনি বলেন, ক্রামতোর্স্কে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছে। এছাড়া, কোস্তিয়ানতিনিভকায় আরও একজন নিহত হয়েছেন।

এদিকে হামলায় বেসামরিকদের লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করেছে রাশিয়া। এমনকি তারা সর্বশেষ কথিত হামলার বিষয়েও কোনো মন্তব্য করেনি।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।