ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাল্টা আক্রমণের জন্য ইউক্রেনকে যুদ্ধবিমান দেবে না ন্যাটো

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
পাল্টা আক্রমণের জন্য ইউক্রেনকে যুদ্ধবিমান দেবে না ন্যাটো

পাল্টা আক্রমণ শেষ না হওয়া পর্যন্ত ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়া হবে না বলে জানিয়েছেন ন্যাটোর মিলিটারি কমিটির চেয়ারম্যান অ্যাডমিরাল রব বাউয়ার।

এলবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সোমবার (৩ জুলাই) তিনি বলেছিলেন, যদিও যুদ্ধ বিমান নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ ছিল।

তবে এটি ‘স্বল্প মেয়াদে সমাধান হবে না’।

না পাইলটদের, না টেকনিশিয়ানদের; পাল্টা আক্রমণের আগে ইউক্রেনের কাউকেই প্রশিক্ষণ দেওয়া হবে না।

ইউক্রেনীয় বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইগনাট জানিয়েছেন, মার্কিন তৈরি এফ-১৬ বিমান চালানোর জন্য তাদের পাইলটদের এখনও কোনো প্রশিক্ষণ দেওয়া শুরু হয়নি।

জুনের শুরুতে ইগনাট বলেছিলেন যে, ইউক্রেনীয় পাইলটরা প্রশিক্ষণের জন্য শিগগির দেশের বাইরে যাবেন।

মে মাসের শেষের দিকে, মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ঘোষণা করেছিলেন যে, পশ্চিমারা যত দ্রুত সম্ভব ইউক্রেনীয় পাইলটদের এফ-১৬ যুদ্ধ বিমান চালানোর প্রশিক্ষণ শুরু করবে বলে আশা করা যাচ্ছে।

অস্টিনের মতে, ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণের সমন্বয়কারী জোটের নেতৃত্ব দেবে ডেনমার্ক এবং নেদারল্যান্ডস।

এদিকে, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী আলেক্সি রেজনিকভ উল্লেখ করেছেন, ইউক্রেনীয় বাহিনী শুধুমাত্র পরবর্তী শরৎ বা শীতে যুদ্ধে এফ-১৬ ব্যবহার শুরু করতে সক্ষম হবে। কারণ পাইলট এবং টেকনিশিয়ানদের প্রশিক্ষণের জন্য সময় লাগবে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।