ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাল্টা আক্রমণ ফলপ্রসূ হয়েছে, কর্মকর্তার দাবি

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
পাল্টা আক্রমণ ফলপ্রসূ হয়েছে, কর্মকর্তার দাবি

সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণ বিশেষভাবে ফলপ্রসূ হয়েছে- এমনটিই দাবি করেছেন একজন ইউক্রেনীয় সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা।

ইউক্রেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিলের প্রধান ওলেক্সি ড্যানিলভ বলেছেন, মাসব্যাপী পাল্টা আক্রমণের বিষয়ে কিয়েভের ফলাফল ইতিবাচক।

যদিও মস্কো ইউক্রেনের অগ্রগতি স্বীকার করেনি।

ইউক্রেনের উপ-প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ারও রাশিয়ার তীব্র প্রতিরোধের মধ্যে ধ্বংসপ্রাপ্ত পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের চারপাশে ভূমি পুনরুদ্ধারের কথা জানিয়েছেন। ১০ মাস যুদ্ধের পর গত মে মাসে রাশিয়ান বাহিনী শহরটি নিজেদের দখলে নিয়েছিল।

ড্যানিলভ টুইটারে লিখেছেন, সক্রিয় শত্রুতার এই পর্যায়ে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী তাদের প্রথম কাজটি করতে পেরেছে। তারা জনশক্তি, সরঞ্জাম, জ্বালানি ডিপো, সামরিক যান, কমান্ড পোস্ট, আর্টিলারি এবং রাশিয়ান সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিক ধ্বংস সাধন করেছে।

যুদ্ধক্ষেত্রের কোনো বিবরণ না দিয়ে তিনি বলেন, গত কয়েকদিন পাল্টা আক্রমণ বিশেষভাবে ফলপ্রসূ হয়েছে।

সর্বশেষ এক মূল্যায়ন প্রতিবেদনে ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) বলেছে, ইউক্রেনের অভিযানের বর্তমান গতি কোনো অচলাবস্থার ইঙ্গিত দেয় না বা প্রমাণ করে না যে, ইউক্রেন বৃহৎ এলাকা দখল করতে পারবে না।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, জুলাই ০৫, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।