ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাল্টা আক্রমণে ইউক্রেন ব্যর্থ, দাবি পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
পাল্টা আক্রমণে ইউক্রেন ব্যর্থ, দাবি পুতিনের

পাল্টা আক্রমণে ইউক্রেন কোনো সাফল্য পায়নি বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

একটি সাক্ষাৎকারের বরাত দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন যে, পাল্টা আক্রমণ শুরুর পর থেকে ইউক্রেনের সেনাবাহিনী কোনো সাফল্য পায়নি।

পুতিন বলেন, ‘আমাদের প্রতিরক্ষা ভেদ করার জন্য শত্রুর সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আক্রমণ শুরু হওয়ার পর থেকে তারা সফল হয়নি। ’

তিনি বলেন, ‘এই আক্রমণে শত্রুর কোনো সাফল্য নেই!’

যদিও এসময় তিনি রাশিয়ান সামরিক বাহিনীর সম্পর্কে প্রকাশ্যে কথা বলতে অস্বীকার করেন।

সাক্ষাৎকারে সাংবাদিককে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, ক্যামেরা বন্ধ হয়ে গেলে আমি আপনাকে এটি আলাদাভাবে বলব।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।