ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে দেয়াল ধসে ১৩ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
পাকিস্তানে দেয়াল ধসে ১৩ জনের প্রাণহানি

পাকিস্তানে দেয়াল ধসের পৃথক ঘটনায় অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। ফেডারেল রাজধানী ও রাওয়ালপিন্ডিতে ভারী বৃষ্টির কারণে বুধবার দেয়াল ধসের ঘটনা ঘটে।

পাকিস্তান আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুসারে, আরব সাগর থেকে মৌসুমি স্রোত তীব্র হওয়ায় শহরদুটিতে প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রাওয়ালপিন্ডিতে সর্বোচ্চ প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

পুলিশ বলছে, ইসলামাবাদে পেশোয়ার সড়কে গরলা মোড়ের কাছে নির্মাণাধীন একটি সেতুর দেয়াল ভেঙে পড়ে। এই ঘটনায় ১২ জন নিহত হয়েছেন।

অন্যদিকে ইসলামাবাদের খানা থানার আওতাধীন মোহাম্মদি টাউনে দেয়াল ধসে ১১ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছে।

এ ছাড়া ইসলামাবাদ-পেশোয়ার মোটরওয়ে দিয়ে চলাচলকারী দুটি বাস প্রবল বর্ষণের মধ্যে পিচ্ছিল রাস্তার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সঙ্গে ধাক্কা খায়। এতে বেশ কয়েকজন আহত হয়।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।