ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সেনেগালে বাস উল্টে প্রাণ গেল ২৩ জনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
সেনেগালে বাস উল্টে প্রাণ গেল ২৩ জনের

সেনেগালে সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

বুধবার (২৬ জুলাই) দেশটির উত্তরাঞ্চলে একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার উত্তর সেনেগালে সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ম্যাকি সাল। দুর্ঘটনাটি নিউনে সার এলাকার মহাসড়কে ঘটে।

দুর্ঘটনাস্থলের কাছাকাছি অবস্থিত লোগা শহরের ডেপুটি মেয়র মাদজিগুয়েন গুয়ে সানকারে বলেছেন, একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। এতে প্রাণহানির এই ঘটনা ঘটে।

লোগা শহরের ডেপুটি মেয়র মাদজিগুয়েন গুয়ে সানকারে রয়টার্সকে বলেছেন যে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে।

তিনি বলেন, দুর্ঘটনায় আহতদের লুগার হাসপাতালে এবং  নিহতদের বিভিন্ন মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।