ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অযোধ্যা সংক্রান্ত রায় মেনে নেওয়ার আহ্বান মাহমুদ মাদানির

রক্তিম দাশ, কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১০
অযোধ্যা সংক্রান্ত রায় মেনে নেওয়ার আহ্বান মাহমুদ মাদানির

কলকাতা: অযোধ্যা নিয়ে এলাহাবাদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছেন তা ভারতীয় মুসলিমদের মেনে নেওয়া উচিত বলে অভিমত দিয়েছেন জমিয়ত উলেমা হিন্দ-এর সভাপতি মওলানা মাহমুদ মাদানি।

শনিবার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।



তিনি বলেন, মুসলিম সমাজের ঠাণ্ডা মাথায় এ নিয়ে চিন্তাভাবনা করা উচিত এবং হাইকোর্টের রায় মেনে নেওয়া উচিত।

তবে রায় সম্পর্কিত তার এ অভিমত ‘একান্তই ব্যক্তিগত, সংগঠনের নয়’ বলে উল্লেখ করেন তিনি।

তিনি জানান, এ রায় নিয়ে তার সংগঠন ১৯ অক্টোবর বৈঠকে বসবে। বৈঠকের পর সংগঠনের দৃষ্টিভঙ্গি জানানো হবে।

মওলানা মাদনি বলেন, এ রায় মেনে নিলে নতুন প্রজন্মের কাছেও এটা এক ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকবে। সংঘাতপূর্ণ ইস্যুগুলো দ্রুত সমাধান করলে সব সম্প্রদায় এতে লাভবান হবে এবং সম্প্রীতির বন্ধনও সুদৃঢ় হবে।

তিনি আরও বলেন, দুই সম্প্রদায়ের ধর্মস্থান অযোধ্যায় নির্মিত হলে এক বিরল দৃষ্টান্ত স্থাপন হবে এবং এতে দেশের ভাবমূর্তিও উজ্জ্বল হবে।

জমিয়ত উলেমা সভাপতি বলেন, নানা জন নানা কথা বলছেন। তবে সমাধান যেন শান্তিপূর্ণ হয় সেদিকে সবাইকে নজর রাখতে হবে।

নতুন প্রজন্মের ওপর যেন এটার কোনো বিরূপ প্রভাব না পড়ে সমধান সূত্র খোঁজার সময় সে বিষয়টি  মনে রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।