ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের জি-২০ সম্মেলনে আসবেন না পুতিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
ভারতের জি-২০ সম্মেলনে আসবেন না পুতিন

ভারতে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে অংশ নেবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তার প্রতিনিধিকে পাঠাবেন।

ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। নরেন্দ্র মোদির কার্যালয় বলেছে, পুতিন তার পরিবর্তে প্রতিনিধি হিসেবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে পাঠাবেন।

সোমবার (২৮ আগস্ট) মোদির কার্যালয় থেকে আরও বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। জি-২০ শীর্ষ সম্মেলনে তার যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে দুজনের মধ্যে বোঝাপড়া হয়েছে।

ভারতের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ রাশিয়া। দেশ দুটির মধ্যে সম্পর্ক স্থাপিত হয় স্নায়ুযুদ্ধ চলাকাল থেকে।

জি-২০ সম্মেলনে অংশ না নিলেও ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেন ভ্লাদিমির পুতিন। বক্তব্য দেন ভিডিও মাধ্যমে। ব্রিকসের সম্মেলনসহ ‘পারস্পরিক উদ্বেগের বিভিন্ন বিষয়’ নিয়ে মোদির সঙ্গে টেলিফোনে কথাও বলেছেন তিনি।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।