ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১০
ইউক্রেনে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ৪০

কিয়েভ: ইউক্রেনের মার্গানেটস শহরের কাছে ট্রেন-বাসের সংঘর্ষে ৪০ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী মিকোলা আজারোভ মঙ্গলবার এ তথ্য জানান।

খবর রিয়া নভোস্তি`র।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দিমিত্রি আন্দ্রিভ বলেন, ‘আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। সুতরাং মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। ’

স্থানীয় ট্রাফিক পুলিশ একটি বিবৃতিতে জানায়, রেল ট্রাফিকের সতর্কতা সত্ত্বেও বাসচালক রেললাইন অতিক্রম করার চেষ্টার করলে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় জরুরি বিভাগ জানায়, ক্রিভয় রগ ও জাপোরোঝায়ে’র মধ্যে চলাচল করছিলো। প্রথম দিকের তথ্য মতে, বাসটিতে ৫০ জন যাত্রী ছিলো।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১০
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।