ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিয়ানমারে নির্বাচনে ভোট দেবেন না সুচি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১০
মিয়ানমারে নির্বাচনে ভোট দেবেন না সুচি

রেঙ্গুন: দীর্ঘ ২০ বছর পর অনুষ্ঠেয় প্রথম সাধারণ নির্বাচনে ভোট দিতে অস্বীকৃতি জানিয়েছেন গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি।

সুচি’র আইনজীবী নিয়ন উইন বলেন, যদিও ভোটার তালিকায়  সুচির নাম রয়েছে, তবে জান্তা সরকারের আয়োজনে নির্বাচনে তিনি ভোট দিতে যাবেন না।



এর আগে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার জন্য সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি নিবন্ধন বাতিল করা হয়েছে।

১৯৯০ সালে শেষবারের সাধারণ নির্বাচনে সুচির দল জয় পেলেও সেনাবাহিনী তাকে সরকার গঠন করতে দেয়নি।

বরং এই ২০ বছরের বেশির ভাগ সময় সুচিকে গৃহবন্দি করে রাখা হয়েছে। সুচির সঙ্গে আরও দুই হাজার নেতা কর্মীকেও আটক রাখা হয়েছে।

নিয়ন বলেন, সুচি আশা করছেন তাকে ১৩ নভেম্বর মুক্তি দেওয়া হবে। এদিকে সুচির মুক্তির আগেই তড়িঘড়ি করে ৭  নভেম্বর নির্বাচনের দিন ধার্য করেছে জান্তা সরকার।

উল্লেখ্য এরই মধ্যে জান্তা সরকার নির্বাচনে অংশ নেওয়ার জন্য ইউনিয়ন সলিডারিটি এবং ডেভেলপমেন্ট পার্টি নামে রাজনৈতিক দল গঠন করেছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২৪২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।